, , , ,

সিপিডিএএর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন

মোঃ খাইরুল ইসলাম মুন্নাঃ
সিপিডিএ এর ২য় বর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
শুক্রবার  ( ২২ অক্টোবর)  বনানীর একটি হোটেলে আনন্দমুখর পরিবেশে ও দেশ বরেন্য  ব্যক্তিবর্গের  উপস্থিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শোভাবর্ধিত হয়।
এতে অতিথি  ছিলেন সিপিডিএ এর উপদেস্টা অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, ট্রেজারার, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইন্স (ইউআইটিএস), মসিউদ্দিন খান সমীর, মহাসচিব, শুদ্ধ মঞ্চ, বিশেষ অতিথি ছিলেন,  ড. ফরিদ এ সোবহানী, ভাইস প্রেসিডেন্ট, ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স, অর্গানাইজেশনস (এফবিএইচআরও), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ এবং এমআইএইচআরএম প্রোগ্রাম এর ডিরেক্টর ; মোহাম্মাদ মোরাদ হোসেন, সিএইচআরও এবং বোর্ড সেক্রেটারি, এলিট পেইন্ট গ্রুপ অফ কোম্পানিজ, ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম, সিপিডিএ ; শিরিন চৌধুরী, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সিপিডিএ, কান্ট্রি অপারেশনস ম্যানেজার, টিএফজে হোল্ডিং ইনকর্পোরেশন ; ড, এম এ আউয়াল খান, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ল, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম, সিপিডিএ ;, রাসেল বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট, পিপলস অপারেশন্স, ড্যানফোর্থ ট্রেডিং এন্ড মার্কেটিং লিমিটেড, ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম, সিপিডিএ ;, এম এ রশিদ পরিচালক (অব.) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাবেক অধ্যক্ষ, শিল্প সম্পর্ক ইনস্টিটিউট (আইআরআই), এএইচএম শাহাদাত উল্লাহ, জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন, ব্র্যাক-আড়ং, ফ্যাসিলিটেটর, পিজিডি, সিপিডিএ;, আনোয়ার হোসেন, সহকারী মহাব্যবস্থাপক এসসিএম, মিনিস্টার হাই-টেক পার্ক, ফ্যাসিলিটেটর পিজিডি প্রোগ্রাম, সিপিডিএ, আব্দুল মাবুদ তুষার, হেড অফ সাপ্লাই চেইন ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।, মোস্তফা মল্লিক, বিশেষ সংবাদদাতা, চ্যানেল আই, সভাপতি, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম;, শাহেদ লতিফ, জেনারেল ম্যানেজার, এসসিএম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড;, মোঃ আব্দুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, কমপ্লায়েন্স ট্রেনিং (বিডি) লিমিটেড;, মনিরুজ্জামান সিইও , ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং;, এম এ রব, ব্যবস্থাপনা পরিচালক, আরআর কর্পোরেশন;, অমিয় প্রাপন চক্রবর্তী (অর্ক), নির্বাহী পরিচালক এবং জিএস, ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(ডিওয়াইডিএফ);, মেজর একেএম শফিউজ্জামান খান (অব:), সিনিয়র সহ-সভাপতি, বিসিপিএসপি, মোঃ ইলিয়াস মিয়া, ব্যবস্থাপনা পরিচালক, সিপিডিএ, মোঃ মনিরুজ্জামান, সভাপতি, বিসিপিএসপি, মোঃ জাকির হোসেন, পরিচালক সিপিডিএ মোঃ মামুনুর রশীদ, পরিচালক সিপিডিএ, প্রমুখ। অনূষ্ঠানের সঞ্চালনায় প্রথম পর্বে  যে ২ জন ছিলেন- আবদুল্লাহ আল কাওসার (ইয়থ এম্ব্যাসেডর) ও তাহমিনা আক্তার(ইয়থ এম্ব্যাসেডর)  এবং ২য় পর্বে ছিলেন স্বর্ণালী_ইসলাম (ইয়থ এম্ব্যাসেডর) ও সাদিয়া আফরিন মোহনা (ক্যাম্পাস এম্ব্যাসেডর)।
অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন সিপিডিএ থেকে বিভিন্ন কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা ও এমব্যাসেডর গন।
 দিনব্যাপী এ প্রোগ্রামটি  কেক কাটার মাধ্যমে শুরু হয়, এরপর বিভিন্ন পরীক্ষার সনদ বিতরন, বিভিন্ন ইভেন্টের ক্রেস্ট প্রদান, ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, কালচারাল প্রোগ্রাম সহ আনন্দফুর্তিতে প্রোগ্রামটি শেষ হয়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225