বরিশালের বানারীপাড়ায় আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে সংরক্ষিত(৭.৮.৯)নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মনোয়ারা বেগমের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রশাদ স্কুল সংলগ্ন এলাকায় এ নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। এসময় মেম্বার প্রার্থীর সাথে এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্যাম্প উদ্বোধন শেষে প্রার্থী মনোয়ারা বেগম বলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এলাকায় তার বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে। এছাড়াও ৭ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভোট কারচুপির সংশয় প্রকাশ করেন। উল্লেখ্য আগামী ১১নভেম্বর এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোয়ারা বেগম হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।