কাবিরুল ইসলাম গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ মহিলাসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪০) ও নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগানগর গ্রামের কেতাবউদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩৮)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, শনিবার রাত ৮ টার দিকে উপজেলার রহনপুর – আড্ডা সড়কের বংপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে আসা রহনপুর গামী মাহিন্দ্রাকে বংপুর মোড় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে উল্টে গেলে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত্য বলে ঘোষনা দেন। এবং ঐ গাড়ীতে থাকা চালকসহ আর ৮ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ।