, , , ,

আমতলীতে ৯ কৃষককের মাঝে কম্বাইন হার্বেস্টার মেশিন বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আমন মৌসুমে ধান কর্তণে উপজেলার ৯ জন কৃষকের মাঝে ৯ টি কম্বাইন হার্বেস্টার মেশিন বিতরন করা হয়। সোমবার দুপুরে এ হার্বেস্টার মেশিন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
জানাগেছে, আমন মৌসুমে অল্প খরচ ও কম সময়ে কৃষকদের ধান কর্তণে উপজেলা কৃষি অফিস ৯ কৃষকদের মাঝে ৯ টি কম্বাইন হার্বেস্টার মেশিন বিতরনের উদ্যোগ নেয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এবিএম আব্দুল্লাহ রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি হার্বেস্টার মেশিন বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র মোঃ মতিয়ার রহমান, এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও এ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম,প্রেস্লাবের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225