, , , ,

গোমস্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাজের হোসেন এর জানাযা সম্পন্ন

কাবিরুলইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রসাদপুর কামিল মাদ্রসার সহকারী শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির তাজের হোসেন (মাস্টার) গত সোমবার দিবাগত রাতে ৭টা ৪০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে ও আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম তাজের হোসেন গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের নাদিরাবাদ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মঙ্গলবার তার জানাজার নামাজ দুপুর ২টা ৩০মিনিটে নাদিরাবাদ আম বাগানে অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজা পড়ান মরহুমের সুযোগ্য ছাত্র অধ্যাপক আবুজার গিফারী। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান মতি খাঁন, সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা আমির শাহ আলম, রহনপুর পৌর আমির মিজানুর রহমান প্রমূখ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225