বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় উৎসব মূখর হয়ে উঠছে এলাকার পরিবেশ। প্রকৃতির নিয়মে এলাকায় বইতে শুরু করেছে শীতের হীমেল হাওয়া। শীতের মৃদু হাওয়ায় নির্বাচনের পরিবেশ আরোও মনোমুগ্ধকর হয়ে উঠেছে মানুষের মাঝে। এলাকার প্রতিটি চায়ের দোকানে এখন শুধুই নির্বাচনী অলাপ-আলোচনা আর প্রার্থীদের মনে বিজয়ী হবার বাসনা। সরেজমিনে সৈয়দকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঘুরে ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে অধিকাংশ ভোটার জনপ্রতিনিধি হিসেবে তরুন পরিশ্রমি প্রার্থীকে নির্বাচিত করতে চায়। এমন সূত্রেই উঠে আসে ওই ওয়ার্ডের দ্বীপ্তমান, তরুন পরিশ্রমী ব্যক্তিত্ব মেহেদী হাসান ইয়ার এর নাম। সে এ ওয়ার্ডের নাজেম আলী মৃধার ছেলে। তিনি এ নির্বাচনে ৩নং ওয়ার্ডে ঘূড়ি প্রতীক নিয়ে প্রাচার প্রচারনা চালাচ্ছেন। মেম্বার প্রার্থী ইয়ার হোসেন জানান তিনি নির্বাচনে বিজয়ী হতে পারলে ওয়ার্ডের অবহেলীত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাবেন। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর সবকিছু ঠিকঠাক থাকলে এ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।