, , , ,

জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা

বানারীপাড়া প্রতিনিধিঃ
রবিবার ০৭ নভেম্বর ২০২১ আভাস ও কোয়ালিশন মেম্বারদের আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে বরিশাল  আভাস প্রশিক্ষণ কক্ষে জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি  স্বপন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন  সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম(দৈনিক ইত্তেফাক), গৌরনদী উপজেলা প্রেসক্লাব সভাপতি খোকন আহম্মেদ হীরা, আগৈলঝাড়ার সাংবাদিক জনাব প্রবীর বিশ্বাস ননী(বনিক বার্তা), হিজলার মোঃ মোস্তফা কামাল (দৈনিক আলোকিত ভোর)
, বানারীপাড়ার মোঃ ইলিয়াস শেখ (দৈনিক খবর পত্র)  ( দৈনিক কলমের কণ্ঠ ) বানারীপাড়া প্রতিনিধি মু মুনতাকিম লস্কর কায়েস, ( নিউজ ‌প্রতিদিন বানারীপাড়া প্রতিনিধি ) মোঃ হাফিজুর রহমান শিপলু, বাকেরগঞ্জের রবিউল ইসলাম (দৈনিক আমাদের বরিশাল ) বানারীপাড়ার মোঃ রুবেল বেপারী(দৈনিক আজকাল ) প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সঞ্জয় বিশ্বাস। সভা সঞ্চালনা  করেন আভাস এর পরিচালক (কর্মসূচি) এস.এম সিরাজুল ইসলাম। সভায়  উপস্থিত ছিলেন বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ের ৩০ জন সাংবাদিক এবং আভাস অর্থ ও প্রশাসন পরিচালক জনাব মোঃ আতিক হাসান, আভাস প্রজেক্ট অফিসার  নাসরিন খানম  মোঃ আলি আহসান প্রমূখ।সভায় জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা ও করনীয় বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহের কুফল এবং শাস্তি বিষয়ক পর্যবেক্ষণ ও অনুসন্ধানী সংবাদ  প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবেন বলে  সবাই একমত প্রকাশ  করেন।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225