বানারীপাড়া প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল ইসলাম তারেক কে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল ইসলাম তারেক কে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখনও যারা নৌকার বিপক্ষে কাজ করছেন তাদের হুঁশিয়ার করে বলতে চাই, সময় থাকতে দলের পক্ষে কাজ করুন, না হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
Facebook Comments Box