বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় শিক্ষার মানোয়ন্নন ও ভূমি অফিসের স্বচ্ছতা নিশ্চিতকরণে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করা হয়েছে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হয়। আতিকুল ইসলাম রাসেলকে সমন্বয়ক, লিপিকা ও জাহিদুল ইসলামকে সহ-সমন্বয়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সেলিম মুসুল্লী, রিতা রানী, তামান্না তানি, মো. রাজু, ইসরাত জাহান লিমা, মোসা. সুমী, প্রিয়াঙ্কা রানী, হাফিজুর রহমান নাঈম, রুম্পা আক্তার ও নাসির মোল্লা। কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব সনাকের শিক্ষা উপ-কমিটির আহবায়ক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ^াস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সনাক সদস্য আলহাজ¦ আবদুর রব ফকির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবির কেন্দ্রীয় কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান ও বিভাগীয় প্রোগ্রাম অফিসার মে. ফিরোজ উদ্দীন। কমিটি গঠন ও সমাপনী বক্তব্য রাখেন, সনাকের সহসভাপতি মনির হোসেন কামাল। বিকেলে সদর উপজেলা ভূমি অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে আরেকটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন করা হয়। এডভোকেট মো. মাসুদ খানকে সমন্বয়ক, এডভোকেট জিন্নাত আরা সাথী ও রুহুল আমিনকে সহসমন্বয়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হচ্ছেন, আবদুল মালেক মিঠু, তপন দাস, নিয়ামত উল্লাহ খান রাজু, অ্যাডভোকেট রুহুল আমিন, শারমিন আক্তার রিমা, মিলি রাহা, ইফরাত জাহান ইমা, লিয়া আক্তার, মোসা. শিরিন ও সজিব হোসেন। বিকেলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সনাকের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান। অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যরা টিআইবির প্যাক্টা প্রকল্পের অধীনে কাজ করবেন।
Facebook Comments Box