বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসনে বুধবার দুপুরে ১২ বছরের এক কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতার ডাক চিৎকার শুনে স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে অভিযুক্ত বাবুল খন্দকারকে (৬০) আটক করে পুলিশে সোপর্দ করে।
আবাসনের একাধিক বাসিন্দা জানিয়েছেন, বাবুল খন্দকার এর আগেও এই কিশোরীকে ধর্ষন করেছে। বুধবার বাবুলের স্ত্রী বাবার বাড়ী যাওয়ায় কিশোরীকে খাবার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় প্রতিবেশী মহিলারা তাদেরকে ঘরের মধ্যে ধরে ফেলে।
বরগুনা থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, বাবুল খন্দকারের বিরুদ্ধে এলাকাবাসী আরও অভিযোগ করেছেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে কিশোরীর মা (জেসমিন আক্তার) বাদী হয়ে বরগুনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
বাবুল খন্দকারের ২ স্ত্রী ও ৩টি সন্তান রয়েছে। পেশায় সে একজন দিন মজুর।
Facebook Comments Box