বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনার বেতাগী উপজেলার হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (চলতি দায়িত্ব) বিরুদ্ধে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ছাত্রের চাচা বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা এবং স্থানীয় সূত্র জানা যায়, হাট মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রকে প্রায়ই বলাৎকার করতেন। একাধিকবার যৌন নিপীড়ন করে তিনি ঘটনা বাইরের কাউকে না জানানোর জন্য ছাত্রকে ভয়ভীতি দেখান।
ভয়ে একপর্যায়ে ওই ছাত্র স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ছাত্রের দাদি স্কুলে না যাওয়ার কারণ জানতে চাইলে ওই ছাত্র প্রধান শিক্ষক দুলালের নির্যাতনের কথা তাকে জানায়। ছাত্রের মুখে যৌন নিপীড়নের কথা শুনে ছাত্রের চাচা ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীদের নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে ধরে থানায় সোপর্দ করেন।
বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষকের নামে থানায় একটি মামলা হয়েছে জেনেছি। মামলার পরপরই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আগামীকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত শিক্ষক দুলাল সিকদারকে আদালতে সোপর্দ করা হবে।
Facebook Comments Box