, , , ,

গোমস্তাপুরে ২ মাসেও উদঘাটন হয়নি মতিউর হত্যার রহস্য

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর
উপজেলার প্রায় দুইমাস হয়ে গেলেও দুধ বিক্রেতা মতিউর রহমান মতি হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রহনপুর ইউনিয়নের পীরপুর (আসানপুর) গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে দুধ সংগ্রহকারী ও বিক্রেতা মতিউর রহমান গত ২০ অক্টোবর সকালে দুধ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে।

দুষ্কৃতিকারীদের আঘাতে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অগ্রগতি প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হব

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225