চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়
বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায়; এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস সামনে রেখে গোমস্তাপুর উপজেলায় চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম।
ডিসেম্বরের শুরু থেকে পতাকা বিক্রির উৎসব শুরু হয়েছে। চলবে বিজয় দিবস পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতাকা বিক্রি করছেন এক শ্রেণীর মৌসুমি বিক্রেতা।
কয়েক ফুট লম্বা বাঁশের ওপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে বড় থেকে ছোট আকারের লাল-সবুজের পতাকা সাজিয়ে পথে পথে ঘুরে পতাকা বিক্রি করছেন একদল মানুষ, যাদের আমরা বলি ‘পতাকার ফেরিওয়ালা’।
সোমবার সকালে গোমস্তাপুর উপজেলায় রহনপুর পুরাতন বাজার এলাকায় কাদে বাঁশের লাঠিতে টাঙানো পতাকা নিয়ে ফেরি করার সময় রুস্তম আলী সঙ্গে কথা হয়।
এ বছর ১ ডিসেম্বর থেকে পতাকা বিক্রি শুরু করেছেন এবং তা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। গত বছর ডিসেম্বর মাসে পতাকা বিক্রি করে তার ভালো ব্যবসা হয়েছিল।