মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুরে উপজেলা কেন্দ্রীয় আঃ রব ঈদগাহ্ ময়দানের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর বিকেলে বরিশাল-২ আসনের সাংসদ উন্নয়নের রুপকার মোঃ শাহে আলম ঈদগাহ্র উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি হিসেবে কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। ঈদগাহ্ সভাপতি ডা. খোরশেদ আলম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান সিদ্দিক মাষ্টার, প্রকৌশলী হুমায়ুন কবীর প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী।