, , , ,

বিজয় দিবসে ভাঙ্গুড়া ব্লাড নেটওয়ার্ক’র আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ার বৃহত্তর রক্তদাতা সংগঠন ভাঙ্গুড়া ব্লাড নেটওয়ার্ক এর আয়োজনে এবং ভাঙ্গুড়া হেলথ কেয়ার লিমিটেডের সহযোগিতায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’২১” অনুষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন- সংগঠনের সভাপতি মোঃ শাহরিয়ার নিশান। প্রশ্নের জবাবে শাহরিয়ার নিশান বলেন, আমরা প্রতি বছরের বিজয় দিবসে এ ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবসেও সার্বিক প্রম্তুতির মাধ্যেমে ফ্রী ব্লাড গ্রুপিং পরিচালনা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম খাঁন জানান, অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে মূল্যবান রক্তের গ্রুপটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এ কার্যক্রম পরিচালনা করে থাকি। অন্যান্য অতিথিরা বলেন- অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় করতে আসা সবাই কে নিজ নিজ রক্তের গ্রুপ মনে রাখার অনুরোধ করা হয়। অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানবিক ভাঙ্গুড়ার সাধারণ সম্পাদক ও সময়ের বাস্তবতার উপজেলা প্রতিনিধি স্বজল খাঁন পাভেল, সাদ্দাম, জোবায়ের হোসেন স্পন্দন, হাবিব, তানভিরসহ প্রমুখ।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225