সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। আসন্ন খাঁনমরিচ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন দুই নেতা। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমন কাজ করায় ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কারের স্বিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়েছে।
২৪ ডিসেম্বর (শুক্রবার) রাঁতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো.আব্দুর রহমান প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এই তথ্য প্রকাশ করা হয়। দুই বহিষ্কৃত নেতা হলেন, উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম রব্বানি রুবেল ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মন্নাফ আলী সরকার।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেন জানান, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় দলের গঠনন্ত্রের ৪৭ এর (ঠ) ধারার বিধান ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত পত্রের নির্দেশনা অনুযায়ী তাঁদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Facebook Comments Box