, , , ,

গোমস্তাপুরে  ডি এইচ এম এস  ডক্টরস্ এসোসিয়েশেনর আলোচনা  সভা

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধিঃ 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ডিএইচ এম এস  ডক্টরস্ এসোসিয়েশন (ডি.ডি. এ) কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।    গোমস্তাপুরে  ডিএইচ এম এস  ডক্টরস্ এসোসিয়েশন (ডি.ডি. এ) কমিটির  সভাপতি  ডাঃ আঃ লতিফ। প্রধান  অতিথির বক্তব্য  রাখেন  ডাঃ মো আতাউল্লাহ  প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ও প্রধান উপদেষ্টা  ডি.ডি. এ চাঁপাইনবাবগঞ্জ,   বিশেষ অতিথি  ছিলেন   ডাঃ  মো মফিজউদ্দিন  সাবেক অধ্যক্ষ রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,  ডাঃ আবুল খায়ের  মো মোস্তাফিজুর রহমান   প্রভাষক রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ও সভাপতি  ডি ডি এ  চাঁপাইনবাবগঞ্জ জেলা।  আলোচক ডাঃ সুলতান আহমদ  উপপরিচালক  ইসলামিক ফাউন্ডেশন (অবঃ) ডাঃ  মো  নজরুল ইসলাম  (বুলবুল). প্রভাষক রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ,

ডাঃ আব্দুল ওয়াদুদ   সাধারণ  সম্পাদক  ডি এইচ এম এস ডক্টরস্ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও প্রভাষক  রহনপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

ডাঃ মো আমিরুল ইসলাম  মংলু   সাধারণ সম্পাদক  গোমস্তাপুর উপজেলা  ডি এইচ  এম এস ডক্টরস্  এসোসিয়েশন,

এই আলোচনা সভায়  ডি এইচ এম এস ডাক্তারদের মান উন্নয়ন   ও সংগঠনের সর্ম্পচার ও  হোমিওপ্যাথিক চিকিৎসাকে  আরো উন্নত  ও সামনে এগিয়ে  নিতে  আহবান জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225