, , , ,

নতুন বছরের অঙ্গীকার-বাংলাদেশ হোক পরিস্কার

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
“নতুন বছরের অঙ্গীকার-বাংলাদেশ হোক পরিস্কার” শ্লোগান নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার আহবান জানিয়ে বরগুনায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বিডি ক্লিনের সদস্যরা। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়।

নতুন বর্ষবরণের ভিন্ন আঙ্গিকে আয়োজিত কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বিডি ক্লিনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, সমাজসেবক আবুল কালাম আজাদ, বিডি ক্লিনের সুদেব বিশ্বাস, ইমামুল ইসলাম ইমু, সাইদুর রহমান ও কাওসার মাদবার। বক্তারা বলেন, বসত ঘর, আঙ্গিনা, রাস্তা, ড্রেনসহ শহরকে নিজেদের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে  বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সেইসাথে করতে হবে আইনের সঠিক প্রয়োগ।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225