স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে সেচ মেশিন মেরামতের সময় বাস্ট হয়ে ২ সন্তানের জনক ফজলুল হক (৪৫) মেকানিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছোটভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ছোটভাইজোড়া গ্রামের বারেক মল্লিকের পুত্র ফজলুল হক মেকানিক তাদের নিজস্ব পানি সেচ দেয়ার একটি ৮ ঘোড়া অকেজো পাম্প মেশিন মেরামত করতে যান। মেরামতের এক পর্যায় পাম্প মেশিনটি স্ট্রাট করলে পরক্ষনেই মেশিনের ফ্লাইসেল ভেঙ্গে ছিটকে তার বাম চোখ বরাবর পরে মাথার ঘিলু উঠে গিয়ে অজ্ঞান হয়ে পরে। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে আমতলীর ছুরিকাটা নামক স্থানে গেলেই তিনি মৃত্যু বরন করেন।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পাম্প মেশিন মেরামত করতে গিয়ে মেশিন বাস্ট হয়ে ফজলুল হকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।