বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব রিপন কুমার সাহা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির প্রমূখ। খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল। সহকারী হিসেবে ছিলেন বিপ্লব সরদার, সুবল দাস, মোহাম্মদ রাজু। উল্লেখ্য এবারের এই টুর্নামেন্টে উপজেলা ৮ টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও উপজেলা ভাইস চেয়ারম্যান টিম সহ মোট ১০ টি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।