শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমাদের মধ্যে অনেকেই আছে দলীয় পদে থেকে টাকা নিয়ে পদ বানিজ্য করেন, এরা আসলে ওই পোকা। এসব ওই পোকারা দলের মধ্যে থেকে আস্তে আস্তে খেয়ে দলকে ধ্বংস করে দেয়। এসব ওই পোকারা যাতে দলে ঢুকতে না পারে সেদিতে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকদের সর্তক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেশ, কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমুখ।