বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্বোধন হয়েছে। জাতীয় মহিলা সংস্থা-এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম ৪ ক্যাটাগরিতে ৮০ ও শেষ ক্যাটাগরিতে ৪০ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৪৫ বৎসরের নারীদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রত্যেককে প্রতিদিন দেড়শো টাকা করে ভাতা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা-বরগুনার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা-বরগুনা জেলা কর্মকর্তা আবদুর রহমান, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও প্রশিক্ষক মো. রাসেল।
Facebook Comments Box