, , , ,

টাকা ও স্বর্নালংকার নিয়ে গৃহবধু উধাও

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে ৩বড়ি স্বর্ন ও ২লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে একগৃহবধু। সোমবার বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামের পিত্রালয় থেকে বাড়ী যাওয়ার কথা বলে ওই গৃহবধু পথিমধ্যে উধাও হয়। রাতেই স্বামী মন্টু মিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা লামিয়া (২০) এর সাথে ২০২০সালের জানুয়ারী মাসে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকিয়া নিয়ে স্বামীর সাথে বিরোধ থাকলেও এক বছর যেতে না যেতেই তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুত কেন্দ্রে কাজ করতেন। সেই সুবাদে লামিয়া গত এ মাস আগে তার পিত্রালয় তালতলীর লাউপাড়ায় আসেন। স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে মিন্টুর কাছ থেকে ২লক্ষ টাকা ও স্বর্নের দোকানে নিজেদের থাকা ৩ বড়ি স্বর্ণ নিয়ে আলফা অটো গাড়ীতে সোমবার বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা দেন। কিন্তু বাড়ী পৌছার সময় অতিবাহিত হলেও সে বাড়ী পৌছেনি। পথিমধ্যেই শিশু সন্তান নিয়ে উধাও হন লামিয়া। উধাও হওয়ার পর থেকেই লামিয়ার সাথে থাকা ২টি ফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় আপাতত সাধারণ ডাইরী করা হয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধু উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধুকে উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225