, , ,

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছে সাবেক এমপি চয়ন ইসলাম ও ভোটে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে এড, শেখ আব্দুল হামিদ লাভলু।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে দীর্ঘ নয় বছর পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো: কামাল হোসেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না, সাবেক সাংসদ চয়ন ইসলাম প্রমূখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে রবীন্দ্র কাচারি বাড়ি অডিটোরিয়ামে দ্বিতীয় অদিবেশন শুরু হয়।
এসময় সভাপতি পদে চয়ন ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।সাধারণ সম্পাদক পদে কাউন্সিলররা ভোট প্রদান করেন।সাধারণ সম্পাদক পদে এড,শেখ আব্দুল হামিদ লাভলু ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী ১৬২ ভোট পেয়েছে
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225