মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার,খড়িডাঙ্গা গ্রামের, আবুল হোসেন ছেলে ,মোঃ মনিরুজ্জামান মনিরুল(৪৮),ও একই এলাকার মৃত, গোলাম হোসেনের ছেলে মোঃ আঃ সালাম(৩৬)
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার সীমান্ত গ্রাম খড়িডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।