শেখ সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে শিউলী বেগম (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাঁতে উপজেলার খাঁনমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঔ গ্রামের মো. আব্দুল হামিদ সরকারের স্ত্রী। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মানসিক অসুস্থ শিউলী বেগমের সাথে তাঁর স্বামীর বনিবনা হতো না। এ কারণে শিউলী কয়েকবার তাঁর বাবার বাড়িতেও চলে যান। একাধিকবার তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার দিন ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা রাঁতে হঠাৎ তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে যন্ত্রণায় চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে রাঁত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান জানান, ঔ গৃহবধূ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box