, , , ,

গোমস্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

কাবিরুল ইসলাম গোমস্তাপুর   (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা-সরাইগাছি
আঞ্চলিক মহা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া অপরজন মোটরসাইকেল আরোহী আহত হন। গত শুক্রবার রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় এই দুর্ঘটনা  ঘটে। নিহত ব্যক্তির নাম বুলবুল আহমেদ (৩০)। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা মাহমুদ আলীর ছেলে। অপর মোটরসাইকেল আরোহী একই ইউনিয়নের হাজারবিহী ভোলাভারী গ্রামের আব্দুর রশিদের ছেলে আরিফ (৩২)।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই দিন রাত সাড়ে আটটায় জিনারপুর এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চালক বুলবুল আহমেদ ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী আরিফকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারসার্ভিসের কর্মীরা ওইস্থান থেকে উদ্ধার করেন। পরে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত শাহ জানান, নিহত বুলবুলের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ না থাকলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225