, , , ,

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
 সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সাইদুল ইসলাম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইদুল ইসলাম (৩২) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়ার ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাইদুল তার মামাতো ভাই ও একই এলাকার শান্ত সেখের ছেলে আরমান আলীর জমি থেকে ঘাস কেটে তার ছাগলকে খাওয়ান। বিষয়টি আরমান আলী জানার পরে তার ফুফাতো ভাই সাইদুলের সঙ্গে কথা-কাটাকাটি এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়েন। এঘটনায় দুজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মামাতো ভাই আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাইদুল ইসলাম।
এসময় সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তার মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সেটা মামলা হিসেবে গ্রহণ করা হবে জানান।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225