মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় রুনা আক্তার নামের এক নারীর পা দ্বিখন্ডিত হয়েছে। রুনা উপজেলার আলম পুর গ্রামের আবু কাউসার রিপনের স্ত্রী
শুক্রবার (১১ ফ্রেবুয়ারি ) দুপুরে পৌরসভার আলমপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমপুর চৌরাস্তায় সোহানা মটর সাইকেল মেকারের দোকানের সামনে দ্রুতগতির বালুবাহী একটি ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো ট ২০-৭৭২৪) রাস্তার পাশে দাঁড়ানো ওই নারীকে চাপা দেয়। এতে তার ডান পা গোড়ালী থেকে আলাদা হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ঘাতক ট্রাকের চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়।
এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেবার পরামর্শ দেন।পরে তাকে ঢাকায় নিয়ে যায় তার স্বজনরা।
এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, দুর্ঘটনা বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box