উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌর শহরের উপজেলা প্রাণীসম্পদ দপ্তর অফিস চত্বরে সাদা পায়ড়া উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন আগত অতিথিরা।
পরে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা’র সভাপতিত্বে ও উপ-সহকারি প্রাণী সম্পদ অফিসার (প্রাণী স্বাস্থ্য) মো: ইবনুল হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন মীর কাউসার হোসেন, সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি সামাদ ফকির,উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন) জিয়াউল হাসান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন প্রমূখ।
এসময় ৩টি ক্যাটাগরিতে ৯ জন খামারিকে পুরস্কৃত করা হয়, তারা হলো- গরু ক্যাটাগরিতে হাজী ফিরোজ হাসান, হারুন অর রশিদ, আনিছুর রহমান।
ছাগল ক্যাটাগরিতে রাকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শিবু চন্দ্র। পাখি ক্যাটাগরিতে শাহ মো: শামসুজ্জোহা, মো: আকাশ, আল আমিন।
এর আগে উপস্থিত অতিথিরা প্রাণীসম্পদ দপ্তরে স্থাপিত প্রায় ৩০টি স্টলের প্রদর্শনীর বিভিন্ন প্রজাতির পশু ও পাখি পরিদর্শন করেন।
এসময় প্রচুর সংখ্যাক স্থানীয় জনসাধারণ প্রাণীসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন প্রজাতির ছাগল, ভেড়া, পাখি, ও ষাড় গরু দেখার জন্য ভিড় করেন।