, , , ,

মোংলা সরকারি কলেজে’র অধ্যক্ষ গোলাম সরোয়ারের বিদায় সংবর্ধনা

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ারের অবসরজনিত বিদায় সংবর্ধনা ৩ মার্চ বৃহস্পতিবার সকালে কলেজ লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক কুবের চন্দ্র মন্ডল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার। বিশেষ অতিথির বক্তৃতা করেন দিগরাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ তুষার গাইন, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক বিপ্লব কুমার মিস্ত্রি, অধ্যাপক নলিনী কুমার সরকার, অধ্যাপক অজিত কুমার পাল, অধ্যাপক আনোয়ার হোসন, প্রভাষক ড. অসিত কুমার বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম সরোয়ারের সহধর্মিনী সাবেক শিক্ষিকা আরিফা সুলতানা, কন্যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আয়শা সিদ্দিকা ইমা ও পুত্র ইঞ্জিনিয়ার ইনামুল কবীর হিমেল। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কলেজ পরিচালনায় অধ্যক্ষ গোলাম সরোয়ারের গৌরবোজ্জ্বল দিনগুলি বিশেষ ভাবে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিদায়ী অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার কলেজ পরিচালনায় সহযোগিতা করায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মো. গোলাম সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225