মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ( ০২ মার্চ ) রাতে উপজেলার হাটপাঙ্গাসী ভূইয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।
এ বিষয়ে রায়গঞ্জ হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে হাটপাঙ্গাসী ভূইয়াপাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
দুজনের বাড়ি পাশা পাশি হওয়ায় ওই দিন কলেজ ছাত্রের বাড়িতে কেউ না থাকায় প্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর প্রতিবন্ধীর স্বজনরা অনেক খোঁজাখুজি করে পরে এক পর্যায়ে ওই কলেজ ছাত্রের ঘর আটকানো দেখে তাদের মনে সন্দেহ জাগে তখন দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। ওই সময় কলেজ ছাত্র ঘর থেকে দৌরে পালিয়ে যায়।
এরপর প্রতিবন্ধীর নানা বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন।
গত মঙ্গলবার মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়। আদালতে মেয়েটির জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে।
পরিদর্শক রবিউল ইসলাম আরো বলেন, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় প্রতিবন্ধী মেয়েটি নানার বাড়িতে থাকে। তার মা সৌদি প্রবাসী। অভিযুক্ত কলেজছাত্র সর্ম্পকে মেয়েটির (চাচাতো) মামা।
আজ বৃহস্পতিবার (০৩ মার্চ ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box