মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ ) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার বওরা নতুনপাড়া গ্রাম থেকে দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার বেলকুচি উপজেলার বওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাজ থেকে একটি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা ও পার্শ্ববর্তী জেলায় বিক্রি করে আসছিল।
এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box