” ভবিষত রেবেকার জন্য “
আব্দুল কারিম
রেবেকা আজ আমার ২২ এ পদার্পণ, তবুও কারো কাছে শপিনি এই পাগল মন।
মাঝে মাঝে অনেক একা মনে হয়, কিন্তু স্রষ্টার কথা মনে পড়লে সব ভুলে যায়।
জানি তো কষ্টের পরেই আছে শান্তি, তাই স্রষ্টার আদেশে যৌবন সংরক্ষণ করছি।
তার জন্যই এত আয়োজন,
যাকে রেখেছে আমার ভাগ্যে
স্রষ্টার দেওয়া প্রিয়জন।
রেবেকা আজ আমার ২২ এ পদার্পণ।
কলেজ ক্যাম্পাসে অনেক রমণীর আগমন দেখতে পাই, পরক্ষনেই সুরা নুরের সেই আয়াতটার কথা মনে পড়ে যায়।
হে মুমিনগন তোমরা সর্বদা দৃষ্টি হেফাজত করো, নয়ত জীবন টা হয়ে যাবে নড়বড়।
শয়তানের অসঅসায় করবে অনেক কিছু….
একবার স্রষ্টার দিকে ফিরে আসো, ক্ষমা করবে বিন্দু থেকে সিন্ধুটুকু।
রং ধরা যৌবন জম ধরলে শেষ,
স্রষ্টার দেওয়া নিয়ামকের এক অংশবিশেষ ।
এই যৌবন ধরে রাখতে দিতে পারি সবই বিসর্জন,
রেবেকা আজ আমার ২২ এ পদার্পণ।
Facebook Comments Box