আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার বিভিন্ন
কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা,
কোরান খতম, দোয়া মোনাজাত, এতিম খানা ও হাসপাতালে বিশেষ খাবার বিতরন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও
একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ওসি একেএম
মিজানুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম
শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦
নুরুল ইসলাম মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির
সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানু প্রমুখ।