আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার পালন
করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,
শোক র্যালী, আলোচনা সভা, কোরান খতম, দোয়া মোনাজাত ও গণভোজ।
সকাল ৯ টায় পৃথক পৃথক ভাবে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়
এবং অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবসের কর্মসুচী পালন শেষে উপজেলা
পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ
করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ , স্বেচচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ
বিভিন্ন অঙ্গ সংগঠন কর্মসুচীতে অংশগ্রহন করেন। জেলা আওয়ামীলীগ সহ-
সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এসএম শাহজাহান কবিরের নেতৃত্বে উপজেলা
আওয়ামীলীগের একটি অংশ শোক র্যালী করে। ইউএনও অফিস প্রাঙ্গণ থেকে র্যালী
শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী উপজেলা আওয়ামীলীগ
অস্থায়ী কার্যালয় এসএম প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক পৌর
আওয়ামীলীগ সভাপতি এ্যাড, বাহাদুর শাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরগুনা
জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান
কবির,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ
নাজমুল আহসান নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সামসুল হক, উপজেলা
দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আনোয়ার হোসেন ফকির,
সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, বশির উদ্দিন তালুকদার, পৌর
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, জেলা যুবলীগ সহ-
সভাপতি মোঃ এলমান আহম্মেদ সুহাদ, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী
হাসান, সাধারণ সম্পাদক জাহিদ দেওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম
তানজিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খাঁন,
সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা, পৌর যুবলীগ সভাপতি
এ্যাড, আরিফ-উল-হাসান, বীর মুক্তিযোদ্ধা হাবিব হাওলাদার ও আলতাফ হাওলাদার
প্রমুখ। অপর দিকে উপজেলা আওয়ামীগ সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা
এ্যাড. এমএ কাদের মিয়ার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পৌর মেয়র মোঃ মতিয়ার
রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পৌর
আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি
ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহান উদ্দিন মৃধা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নুরুল
ইসলাম মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য
মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম
তালুকদার, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান
অ্যাড. নুরুল ইসলাম মিয়া, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস
সোবাহান লিটন ,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল
প্যাদা,