শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম

তালতলীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার জন্মদিন পালিত

অনলাইন ডেস্ক / ১২০ শেয়ার
প্রকাশিত : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার 

বরগুনার তালতলীতে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাকিলা আক্তারের ৩৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এছাড়া তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাইজুর রহমান ডিডিভি ডিগ্রি অর্জন করায় তাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক মাওলানা আফজাল হোসেন। এরপরে অতিথিদেরকে ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ফুল দিয়ে বরণ করে নেন।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার, ডাক্তার ফাইজু রহমান, ডাক্তার এস এইচ সোহাগ, ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক বাচ্চু মিয়া প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল ডাক্তারগণ, ডায়াগনস্টিক সেন্টার এর সকল পরিচালক বৃন্দ, তালতলী প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ডাক্তার শাকিলা আক্তারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। এরপরে কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com