, , , , , , ,

উত্তরায় পুলিশের তল্লাশি জোরদার, ‘শিক্ষার্থী’ আটক

অনলাইন ডেস্কঃ

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের কথা। তবে এই কর্মসূচিতে ডিএমপির অনুমতি না থাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ফলে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের উপস্থিতি এখনো সেভাবে দেখা যাচ্ছে না।

রাজধানীর উত্তরা বিএনএস ভবনের উল্টো দিকে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিএনপি কিংবা সমমনা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

ডিএমপির উত্তরা জোনের ডিসি মোহাম্মদ মোর্শেদ জানান, ঢাকা শহরে কর্মসূচি পালনের জন্য ডিএমপির অনুমতি নিতে হয়। আজকের কর্মসূচির জন্য ডিএমপির কোনো অনুমতি নেই। তাই কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছি না।

এদিকে ওই এলাকায় মিরাজুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মিরাজুল দাবি করেছেন, তিনি একজন শিক্ষার্থী। ময়মনসিংহ থেকে বন্ধুর বিয়েতে ঢাকায় এসেছেন।

এ ছাড়া ওই এলাকা দিয়ে যারাই যাচ্ছেন, তাদেরই চেক করছেন পুলিশের সদস্যরা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225