মুঃ আঃ মোতালিব, তালতলী ( বরগুনা) থেকেঃ
জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত বরিশালের ব্যুরো চীফদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এসোসিয়েশন (এনডিবিএ) -এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতি ক্রমে ডেইলি ম্যাসেঞ্জার এর বরিশালের ব্যুরো চিফ পুলক চ্যাটার্জী কে সভাপতি ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর এর বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পুলকদাকে সভাপতি ও আকতার ফারুক শাহিন ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত করায় তালতলী প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মুঃ আঃ মোতালিব দু’জনকেই প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
Facebook Comments Box