, , , , , , , ,

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভাতা জাতীয় বেতন স্কেলে উন্নীত করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

বেতনভাতা জাতীয় বেতন স্কেলে উন্নীত করা, বৈষম্য নিরসন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো বিশেষ কমিটির মাধ্যমে প্রদান করা সহ ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট।

শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতায় শতভাগে উন্নীত করা সহ ৫ দফা দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব জসিম উদ্দীন আহমেদ বলেন, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বার্ষিক ২০ শতাংশ বৈশাখী ভাতা পায়। তবে তারা বাড়িভাড়া পায় মাসিক ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পায় মাসিক ৫০০ টাকা, উৎসব ভাতা পায় ২৫ শতাংশ যা অমানবিক। উৎসর ভাতা ও বাড়িভাড়া স্কেল ভিত্তিক প্রদানসহ চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীত করলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কাজ অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও এমপিওভুক্ত শিক্ষকদের কোন প্রতিনিধি সরকারের কোনো দপ্তরে ডেপুটেশনে না থাকায় তাদের অধিকারের কথা সরকারের কোন মহলে উপস্থাপন ও আলোচনা করা যায় না। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলে সকল শ্রেণি পেশার মানুষের সন্তান শহর ও গ্রামে একই মানের সরকারি স্কুলে কম বেতনে পড়ালেখা করতে পারবে। অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে। ফলে সরকারি-বেসরকারি শিক্ষার বৈষম্যের অবসান হবে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।

এসময় তারা সংবাদ সম্মেলন থেকে ৪টি দাবি জানান,

১. বৈষম্য নিরসন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কোনো বিশেষ কমিটির মাধ্যমে প্রদান করা।

২.এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকল নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি ও প্রমোশন অনতিবিলম্বে চালু করতে হবে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে ১লা জানুয়ারি ২০২৪ থেকে ইএফটি এর মাধ্যমে বেতন-ভাতা প্রদান করতে হবে।

৩.মাধ্যমিক ডিজি আলাদাকরণসহ এমপিওভুক্ত শিক্ষকদেরকে শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে প্রেষণে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৪. এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতো বেতন ভাতা ৬নং গ্রেডে উন্নীতকরণসহ ২টি উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থাকরণ এবং সহকারী প্রধান শিক্ষকদেরকে ২টি উচ্চতর গ্রেড -প্রদানের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করন প্রত্যাশী মহাজোটের অধ্যক্ষ মো. মাইন উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মওলানা দেলোয়ার হোসেন আজিজী, অধ্যাপক ড. হানিফ খান, উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, ড. মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ নূরুল ইসলাম সহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষক নেতারা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225