, , , , , , , , , ,

দেশে বেকারত্ব দূর করতে ফ্রি ল্যাপটপ দেবে সরকার

অনলাইন ডেস্ক :

চাকরির বিকল্প হিসেবে জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং। দেশের যে কোনো স্থান থেকেই অনলাইনে কাজ করে মাসে লাখ টাকার বেশি আয় করছেন কেউ কেউ। বিকল্প পেশা হিসেবে গড়ে ওঠা ফ্রিল্যান্সিংয়ে নারীর অংশগ্রহণ বাড়াতে ২৫ হাজার ল্যাপটপ দিচ্ছে সরকার।

১৬২ কোটি টাকা ব্যয়ে কেনা এসব ল্যাপটপের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নজরদারিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, সুফল পেতে গ্রামেও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করতে হবে।

প্রশিক্ষণের মাঝামাঝি ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন জানান, প্রশিক্ষণ নেওয়া নারীদের স্বাবলম্বী করতেই এই সহাযোগিতা দেওয়া হচ্ছে।

বিষেশজ্ঞরা জানান, ফ্রিল্যান্সারদের কাজে গতি বাড়লে বৈদেশিক মুদ্রা আয়ের সঙ্গে কমবে বেকারত্বও। তবে ল্যাপটপের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নজরদারি করাটাও জরুরী বলে মনে করেন তারা।

অনলাইনে কাজে গতি আনার জন্য গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড সংযোগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225