শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

চিতলমারিতে স্যাটালাইটের ট্যাগ বসানো সুন্দরবনের কুমির

অনলাইন ডেস্ক / ৪ শেয়ার
প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

গবেষণার জন্য নোনা পানির চারটি কুমিরের গায়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের নদ নদীতে। এর মধ্যে ৩টি সুন্দরবনে বিচরণ করলেও একটি কুমির বাগেরহাটের চিতলমারীতে অবস্থান করছে বলে জানা গেছে।

স্যাটেলাইট ট্যাগ লাগানোর প্রায় ২৬ দিনে একশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাতে চিতলমারীর নদ নদী ও পুকুরে ঘুরে বেড়াচ্ছে। উপজেলার কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকার মধুমতী নদীর পাশে কুমিরটি আসে। মানুষের ভিড়ে কুমিরটি নদীতে ফিরে না গিয়ে পাশের একটি পুকুরে আশ্রয় নেয়।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শতশত উৎসুক জনতা কুমিরটি দেখতে পুকুরটি ঘিরে ধরেছে।

জানা গেছে, কুমিরের আচরণ ও গতিবিধি জানতে সম্প্রতি চারটি কুমিরের গায়ে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দর বনে ছেড়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে তিনটি সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে নদীতে চলে যায়। এর মধ্যে একটি কুমির বন ছেড়ে মোংলা, বাগেরহাট, পিরোজপুর হয়ে শুক্রবার চিতলমারী সীমানায় ঢুকে পড়েছে।

এব্যাপারে চিতলমারী থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে কুমিরটির নিরাপত্তার জন্য ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com