, , , , ,

তালতলীতে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

বরগুনার তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে রবিবার বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে ভিন্ন ভিন্ন সাঁজে হাতে ব্যানার, ফেষ্টুন, প্লে­কার্ড নিয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে সম্মেলন কক্ষে সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দিলশাদ জাহান এলিচ এর সঞ্চলানয় একাডেমীর শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ এসো এসো” গান সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ ছাড়া শিল্পীদের কণ্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়। পরে বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও তালতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ৯-১৫ বৈশাখ পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

সভা ও নববর্ষ বরণে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়, তালতলী সরকারী স্কুলের প্রধান শিক্ষক পরিমল সরকার, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্ন সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেল প্রমুখ। ##

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225