, , , , , ,

আমতলীতে সেতু ভেঙ্গে বরযাত্রী নিয়ে মাইক্রোবাস খালে, নিহত ৯

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

 

বরগুনার আমতলীতে সেতু ভেঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাসে থাকা ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সংযোগ স্থল হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মাইক্রোবাসে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বরযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছালে সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনো পানির নিচে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225