এভিয়েশন এন্ড ট্যুরিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন কক্সবাজারের দেলোয়ার হোসেন সিআইপি

বিশেষ প্রতিনিধি:
গতকাল ২ মে, শুক্রবার গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব এর যৌথ প্রয়াসে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে একটি অভিজাত রিসোর্টের অডিটোরিয়ামে ‘পর্যটন শিল্পের উন্নয়নের মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা, ট্যুরিজম এন্ড ফিল্ম ২০২৫, এভিয়েশন এন্ড ট্যুরিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান কাজল, স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

অনুষ্ঠানে মো. গোলাম ফারুক মজনু বলেন বিশ্বব্যাপী সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার করে দেশের অর্থনৈতিক, পর্যটন ও বাণিজ্যিক উন্নয়নে ‌দীর্ঘ মেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়ন নিয়ে আরো বেশি কাজ করতে হবে। অনুষ্ঠানে কক্সবাজারের সেরা করদাতা দেলোয়ার হোসেন সিআইপি সহ বিভিন্ন গুণীজনকে পুরস্কার প্রদান করেন এবং আলোচনা শেষে নেপালের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225