ডরিমন ক্যাফে

সান্তাহারে শতাধিক ছিন্নমূলের মুখে উন্নত খাবার তুলে দিলেন ডরিমন ক্যাফে

করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের শতাধিক ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দিলেন ডরিমন ক্যাফে। শুক্রবার জুম্মার নামাজের পর স্টেশনের প্লাটফরমে সামাজীক দুরত্ব বজায় রেখে এসব খাবার দেয়া হয়।

জানাযায়, গত ২৪ মার্চ থেকে সারাদেশের ন্যায় সান্তাহারেও অঘোষিত লকডাউন শুরু হয় এরপর ১৬ এপ্রিল এক পুলিশ সদস্যের করোনা শনাক্তের পর পুরো উপজেলা লকডাউন ঘোষনা করা হয়। এতে জনশূণ্য হয়ে পড়ে স্টেশন এলাকা ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।

ফলে ছিন্নমূল মানুষদের রুটিরুজির জোগান দেয়া সম্ভব হচ্ছিলো না। এসময় আজিজুল হক রাজা নামের এক ব্যক্তি তাদের তিন বেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন। শুক্রবার জুম্মার নামাজের পর এসব শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে উন্নত খাবার বিতরণ করেন সান্তাহারের ডরিমন ক্যাফে রেস্টুরেস্ট কর্তৃপক্ষ। করোনা দূর্যোগের মধ্যে উন্নত খাবার পেয়ে তারা অত্যান্ত আনন্দিত হয়।

এসময় খাবারদাতা আজিজুল হক রাজা বলেন, ডরিমন ক্যাফের মাধ্যমে এই করোনাকালীন সময়ে এসব ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দেয়া সম্ভব হলো। পবিত্র জুম্মার দিনে তারা খাবার পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছে। তাছাড়া ডরিমন ক্যাফে কর্তৃপক্ষের মতো অনেকেই সহযোগীতা করছে বলেই প্রতিদিন তাদের মুখে তিন বেলা খাবার তুলে দেয়া সম্ভব হচ্ছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225