গভীর রাতে রাস্তায় স্বামীর মরদেহ- দূরে দাঁড়িয়ে স্ত্রী, পুলিশের ভূমিকা……..

গভীর রাত, জনশূন্য নির্জন এলাকা। প্রাণী বলতে রাস্তার কয়েকটি কুকুর। এমন পরিবেশে রাজধানীর গুলিস্তানে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের মূল গেটের সামনে পড়ে আছে একটি নিথর দেহ। একটু দূরেই দাঁড়িয়ে লোকটার স্ত্রী। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে কাছে যাচ্ছেন না তিনিও। অশ্রুমাখা চোখে অসহায় নারীটি এদিক ওদিক তাকিয়ে আছেন।

ঘটনাটি সেখানে দায়িত্বরত পুলিশের এসআই মো. আব্দুর রউফ বাহাদুরের নজরে পড়ে। যারা করোনা নিয়ে কাজ করছে- এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ফোন করেন তিনি। তবে তাদের কোনো সাড়া পাওয়া মেলেনি।

পরে পল্টন থানার ওসি নির্দেশে নিজেই উদ্যোগী হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তিনি। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি ছিল গত শুক্রবার রাতের ঘটনা। রোববার জানা যায়, লোকটির করোনা পজিটিভ।

মরদেহটি এখনো ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

জানা গেছে, ওই লোটির নাম মো. ইসরাফিল (৫২)। তিনি বরিশালের আগাইলজরা থানা এলাকার আইয়ুব আলীর ছেলে।

পল্টন মডেল থানার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের (পুলিশ ফাড়ি) এসআই মো. আব্দুর রউফ বাহাদুর ও এসআই সোলায়মান গাজী তাকে মেডিকেলে নেন।

এ বিষয়ে মৃত ব্যক্তির ভাই রাসেল বলেন, আমার ভাই অনেকক্ষণ রাস্তায় পড়েছিল। কেউ ভয়ে কাছে যায়নি। পুলিশ স্যার তাকে হাসপাতালে নেয়। আমাদের খবর দেয়। এখন লাশ দেশে নিয়ে যাওয়ার মতো টাকা নেই আমাদের। তাই মেডিকেলে বসে আছি। শুনলাম, সরকারই দাফনের ব্যবস্থ করবে।

এসআই আবদুর রউফ বাহাদুর ঘটনা নিশ্চিত করে বলেন, খাবারের ব্যবস্থা করে মৃত ইসরাফিলের স্ত্রীকে নির্দিষ্ট একটি জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।#

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225