জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তেইশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম। আজ রবিবার বিকেলে উপজেলা সদর ও তিলকপুর হাট বাজারে তিনি এ অভিযান পরিচালনা করেন।
করোনাভাইরাসের দূর্যোগের সুযোগ নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (আদা,রসুন,ডাল ইত্যাদি) অতিরিক্ত মূল্যে বিক্রি করায় এবং করোনার সংক্রামণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চত করতে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে করে কাপড় ও কসমেটিকস এর দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিউল ইসলাম জানান, উপজেলা সদর ও তিলকপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রির অপরাধে কয়েকজন দোকানদান মালিকের তেইশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রমজানে এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।