দুর্গাপুরে নিখোঁজ স্বপনকে পাচ্ছেন না ডুবুরী দল

নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের সাধূপাড়া এলাকার সাইনবোর্ড লিখক স্বপন চন্দ্র সরকার (৫৫) সোমেশরী নদীতে গোসল করতে নেমে গতকাল রবিবার সকাল ১০টার দিকে নিখোঁজ হন।

ওইদিন সকাল ১১টা থেকে প্রায় সাত ঘন্টা চেস্টা চালিয়েও ডুবুরী দল নিখোঁজের লাশ উদ্ধার করতে পারেনি। আজ সোমবার সকাল পৌনে এগারটার দিকে এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌর সদরের উত্তরপাড়াস্থ মৃত: কুমুদ চন্দ্র সরকারের পুত্র স্বপন চন্দ্র সরকার। সে পেশায় একজন আর্টিস্ট ছিল। প্রতিদিনের মত নদীতে গোসল করতে যায়। সেখানে বাংলা ড্রেজার দিয়ে বালূ উত্তোলনের ফলে গভীর গর্তের সৃষ্টি হয়।

ওই গভীর গর্তের চোরাই বালি নিচে দেবে যাওয়ায় পানির নিচে তলিয়ে যায় স্বপন। পরে ময়মনসিংহ থেকে ডুবুরী দল নিভর চেস্টা করে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার তৎপরতা বন্ধ রাখে। সোমবার দুপুরে সাড়ে এগারটার দিকে আবারও লাশ খুঁজতে নদীতে নামে ডুবুরী দল। এ নিয়ে পরিবারের লোকজন বার বার মূর্চা যাচ্ছে।

আর উৎসুক জনতা লকডাউন ভেঙ্গে ভীড় করছে ঘটনাস্থলে। স্থানীয় অসংখ্য ভূক্তভোগী অভিযোগ করেণ, সরকারি নীতিমালা অনুসরণ না করেই বালূ উত্তোলন করে যাচ্ছে ইজারা মহল। ফলে ভয়ংকর গর্তের সৃষ্টি হচ্ছে নানা স্থানে।

প্রতিবছরই এ ঘটনা একের পর এক ঘটছে। পানিতে তলিয়ে মৃতের এ দায়ভার কে নিবে ! সরকারের উপর মহলের এ ব্রপারে জরুরী হস্থক্ষেপ কামনা করছেন তারা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225