বগুড়ার আদমদীঘি উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টির স্ত্রী গুলন নাহার হীরা (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার বেলা ১১টায় সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কিছু দিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। আজ বাদ আছর কলসা আহসানউল্লাহ্ স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে ইয়ার্ড কলোনীর রেলওয়ে কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মন্টির ভাই সাংবাদিক বেনজির রহমান।